অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

সমাজ কল্যাণ

সমাজ কল্যাণ

  • তফশিলী উপজাতি কল্যাণ
  • তফশিলি উপজাতি কল্যাণ সংক্রান্ত বিবিধ প্রকল্প, প্রতিষ্ঠান, নীতি ও আইনের কথা বলা হয়েছে এই বিভাগে।

  • অনগ্রসর শ্রেণি কল্যাণ
  • অনগ্রসর শ্রেণীর কল্যাণ সংক্রান্ত বিবিধ প্রকল্প, প্রতিষ্ঠান, নীতি ও আইনের কথা বলা হয়েছে এই বিভাগে।

  • অনুন্নত সম্প্রদায় কল্যাণ
  • অনুন্নত সম্প্রদায় কল্যাণ সংক্রান্ত বিবিধ প্রকল্প, প্রতিষ্ঠান, নীতি ও আইনের কথা বলা হয়েছে এই বিভাগে।

  • অসংগঠিত বিভাগ কল্যাণ
  • দেশের কর্মীবাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশই রয়েছেন অসংগঠিত ক্ষেত্রে। সেই সব কর্মী কল্যাণ সংক্রান্ত যাবতীয় বিষয় থাকছে এই বিভাগে।

  • আর্থিক অন্তর্ভুক্তি
  • এই বিভাগে সরকারী আর্থিক সাহায্য ও বিভিন্য খাতে ঋণ এবং বীমা নিয়ে বলা হয়েছে।

  • ক্রেতা সুরক্ষা
  • ক্রেতা সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়, খবরাখবর, মতামত থাকছে এই বিভাগে।

  • গ্রামীণ দারিদ্র্য সহায়তা
  • এই বিভাগে গ্রামীণ দারিদ্র্য সহায়তার জন্য‌ বিভিন্ন প্রকল্প, আইন, নীতি ও প্রতিষ্ঠান নিয়ে আলোচনা রয়েছে।

  • জমি অধিগ্রহণ
  • শিল্প গড়তে ও আরও অনেক কারণে সরকারকে জমি নিতে হয়। কী ভাবে জমি নিলে সমাজের উপকার সম্ভব তা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক, আলোচনা নিরন্তর চলছে। কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের জমি অধিগ্রহণ সংক্রান্ত নানা নীতি রয়েছে। সেই সংক্রান্ত খবরাখবর ও নিবন্ধ থাকছে এই বিভাগে।

  • তফশিলী জাতি কল্যাণ
  • তফশিলি জাতি কল্যাণ সংক্রান্ত বিভিন্ন নীতি, আইন ও প্রতিষ্ঠান সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।

  • দুর্যোগ ব্যবস্থাপনা
  • এই বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনা জন্য‌ বিভিন্ন প্রকল্প, আইন, নীতি ও প্রতিষ্ঠান নিয়ে আলোচনা রয়েছে।

  • নানা খবর
  • দেশ ও বিদেশ এর নানা খবর তা আছে এখানে।

  • নারী ও শিশু উন্নয়ন
  • এই বিভাগে নারী ও শিশুদের উন্নয়নের লক্ষ্য‌ে বিভিন্ন নীতি, সংগঠন এবং এ সম্পর্কিত আইনি দৃষ্টিকোণ তুলে ধরা হয়েছে

  • নীতি আয়োগ ও ভারতীয় যুক্তরাষ্ট্রিকতা
  • ভারতের নীতি আয়োগ এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের নিবন্ধ ও খবরাখবর থাকছে এখানে।

  • পঞ্চায়েতি ব্যবস্থা ও গ্রামোন্নয়ন
  • গ্রাম স্তরে সরকার হল পঞ্চায়েত। গ্রামোন্নয়নের মূল দায়িত্ব পঞ্চায়েতের। পঞ্চায়েত স্তরে গ্রামোন্নয়নের যে সব প্রকল্প ও কর্মসূচি রূপায়ণ করা হয় সে সম্পর্কে আলোচনা এখানে।

  • পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্য‌াণ মন্ত্রক
  • সমাজ কল্যাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নারী ও শিশু মন্ত্রকের যে সব পরিকল্পনা, কর্মসূচি, প্রকল্প ইত্যাদি রয়েছে তার বিবরণ এই বিভাগে।

  • প্রবীণ নাগরিক কল্যাণ
  • এই বিভাগে প্রবীণ নাগরিকদের কল্যাণের জন্য‌ বিভিন্ন প্রকল্প, আইন, নীতি ও প্রতিষ্ঠান নিয়ে আলোচনা রয়েছে।

  • প্রান্তিক কথা
  • সমাজের প্রান্তবাসীদের জীবনের কথা, তাঁদের সুখ-দুঃখের কথা, নানা কর্মকাণ্ডের কথা থাকছে এখানে।

  • বানিজ্যিক
  • এই ফোল্ডারে বিভিন্ন ধরণের বানিজ্য সংক্রান্ত তথ্য রয়েছে।

  • বিশেষজ্ঞদের মতামত
  • সমাজ কল্যাণ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত এখানে সন্নিবেশিত করা হল।

  • ভিন্নভাবে সক্ষমদের কল্যাণ
  • যে সব মানুষ ভিন্ন ভাবে সক্ষম তাঁদের কল্যাণের জন্য বিভিন্ন আইন, প্রকল্প, নীতি, প্রতিষ্ঠান ও অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এই বিভাগে।

  • মানবাধিকার
  • এই ফোল্ডারে মানুষের বিভিন্ন ধরণের অধিকার সম্পর্কিত তথ্য রয়েছে।

  • সংখ্যালঘু কল্যাণ
  • সংখ্যালঘু কল্যাণ সংক্রান্ত বিবিধ প্রকল্প, প্রতিষ্ঠান, নীতি ও আইনের কথা বলা হয়েছে এই বিভাগে।

  • সমাজ উন্নয়ন, রাজনীতি ও প্রশাসন
  • দেশ ও সমাজের সার্বিক উন্নয়নের সঙ্গে রাজনীতি ও প্রশাসনের যোগ সুনিবিড়। রাজনীতিকরা রাজনীতির ঊর্ধ্বে না উঠলে এবং প্রশাসন স্বচ্ছ, দক্ষ, রাজনীতিমুক্ত ও দুর্নীতিমুক্ত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই বিভাগে থাকছে উন্নয়ন-রাজনীতি-প্রশাসন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সমাজতাত্ত্বিকদের আলোচনা, ব্যাখ্যা ইত্যাদি।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate