অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

তফশিলি উপজাতিদের রক্ষাকবচ

সাংবিধানিক রক্ষাকবচ

শিক্ষা ও সাংস্কৃতিক রক্ষাকবচ

  • অনুচ্ছেদ ১৫(৪)— অন্য‌ান্য‌ অনগ্রসর শ্রেণির অগ্রগতির লক্ষ্য‌ে (যার ভিতর তফশিলি উপজাতিও পড়ে) বিশেষ ব্য‌বস্থা নেওয়া।
  • অনুচ্ছেদ ২৯— সংখ্য‌ালঘুদের স্বার্থ সুরক্ষা(যার ভিতর তফশিলি উপজাতিও পড়ে)
  • অনুচ্ছেদ ৪৬— রাষ্ট্র দুর্বল শ্রেণি, বিশেষ করে তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থ বিশেষ যত্ন নিয়ে তুলে ধরবে এবং সব ধরনের শোষণ ও সামাজিক অন্য‌ায়ের হাত থেকে তাদের রক্ষা করবে।
  • অনুচ্ছেদ ৩৫০— নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার।
  • অনুচ্ছেদ ৩৫০— মাতৃভাষায় শিক্ষা পাওয়ার সুযোগ।

সামাজিক রক্ষাকবচ

  • অনুচ্ছেদ ২৩— মানবপাচার, ভিক্ষাবৃত্তি এবং বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ করা।
  • অনুচ্ছেদ ২৪— শিশুশ্রম বন্ধ করা।

অর্থনৈতিক রক্ষাকবচ

  • অনুচ্ছেদ ২৪৪, ধারা ১ — অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা ছাড়া অন্যান্য রাজ্যের তফশিলি এলাকা ও তফশিলি উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে পঞ্চম তফশিলের বিধানগুলি প্রযোজ্য হবে। এই অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী অসম, মেঘালয়, মিজোরাম, ও ত্রিপুরার ক্ষেত্রে ষষ্ঠ তফশিলের বিধানগুলি প্রযোজ্য‌।
  • অনুচ্ছেদ ২৭৫— সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফশিলভুক্ত নির্দিষ্ট রাজ্য‌গুলির (তফশিলি এলাকা ও তফশিলি উপজাতি) ক্ষেত্রে অনুদানের ব্য‌বস্থা করা।

রাজনৈতিক রক্ষাকবচ

  • অনুচ্ছেদ ১৬৪(১)— বিহার, মধ্য‌প্রদেশ ও ওড়িশার জন্য‌ আদিবাসী বিষয় সংক্রান্ত মন্ত্রীর ব্যবস্থা।
  • অনুচ্ছেদ ৩৩০— লোকসভায় তফশিলি উপজাতিদের জন্য‌ আসন সংরক্ষণ।
  • অনুচ্ছেদ ৩৩৭— রাজ্য‌ বিধানসভাগুলিতে তফশিলি উপজাতিভুক্তদের জন্য‌ আসন সংরক্ষণ।
  • অনুচ্ছেদ ৩৩৪— ১০ বছরের জন্য‌ সংরক্ষণ (বহু বার তা সংশোধিত হয়ে সংরক্ষণের সময়সীমা বেড়েছে।)
  • অনুচ্ছেদ ২৪৩— পঞ্চায়েতে আসন সংরক্ষণ।
  • অনুচ্ছেদ ৩৭১— উত্তর পূর্বাঞ্চলের রাজ্য‌গুলি ও সিকিমের জন্য‌ বিশেষ ব্য‌বস্থা।

বিভিন্ন আইনি রক্ষাকবচ

  • দ্য শিডিউলড কাস্টস অ্য‌ান্ড শিডিউলড ট্রাইবস (প্রিভেনশন অফ অ্য‌াট্রসিটিস) অ্য‌াক্ট ১৯৮৯ (তফশিলি জাতি ও তফশিলি উপজাতি, অত্যাচার নিরোধ আইন) এবং তৎসংক্রান্ত বিধি ১৯৯৫।
  • বন্ডেড লেবার সিস্টেম (অ্য‌াবোলিশন) অ্য‌াক্ট ১৯৭৬ (বেগার শ্রম ব্যবস্থা বিলোপ আইন) (তফশিলি উপজাতি সংক্রান্ত)।
  • দ্য চাইল্ড লেবার (প্রহিবিশন অ্য‌ান্ড রেগুলেশন) অ্য‌াক্ট ১৯৮৬ (শিশু শ্রম, নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইন) ।
  • ফরেস্ট কনজারভেশন অ্য‌াক্ট ১৯৮০ (বন সংরক্ষণ আইন)।
  • পঞ্চায়েতিরাজ (এক্সটেনশন টু শিডিউলড এরিয়াজ) অ্য‌াক্ট ১৯৯৬ ( তফশিলি এলাকায় পঞ্চায়েতিরাজ প্রসার আইন) ।
  • মিনিমাম ওয়েজেস অ্য‌াক্ট ১৯৪৮ (ন্যূনতম পারিশ্রমিক আইন)।
  • তফশিলি উপজাতিভুক্তদের জমি থেকে বিচ্ছিন করা ও জমি ফিরিয়ে দেওয়া সংক্রান্ত রাজ্যের আইন ও বিধিসমূহ।

সুত্রঃ পোর্টাল কনটেন্ট টিম

সর্বশেষ সংশোধন করা : 2/14/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate