বৃষ্টির জল সংরক্ষিত রেখে পরে কার্যকর ভাবে তাকে ব্যবহার করাকেই বলা হয় ‘রেন ওয়াটার হারভেস্টিং’ বা বৃষ্টির জল সংরক্ষণ। ছাদের উপর নেমে আসা বৃষ্টিধারা থেকে পাওয়া জল ধরে তাকে পরিশুদ্ধ করে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়।
কেন বৃষ্টির জল সংরক্ষণ করা হয়?
বর্তমানে ভালো মানের জল পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। বৃষ্টির জল পরিশুদ্ধ এবং গুণগত মানসম্পন্ন। অথচ আমরা এই জল অবাধে নষ্ট দিই।
বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা
ভূগর্ভস্থ জল বা কর্পোরেশনের সরবরাহ করা জল ছাড়াও এটি হল জলের আর একটি উৎস।
যেখানে অন্য কোনও ধরনের জলের উৎস নেই সেখানে নানা কাজে এই জল লাগানো যায়।
উচ্চ গুণমানসম্পন্ন জল। এতে কোনও রাসায়নিক পদার্থ নেই এবং পরিশুদ্ধ।
জল সরবরাহের খরচ কম।
বৃষ্টির জল সংরক্ষণ করলে বন্যা রোধ করা যায়। ফলে মাটির উপরের স্তরের ক্ষয় কমে।
বৃষ্টির জল সংরক্ষণ সুবিধাজনক যেখানে
ভূগর্ভস্থ জল কম রেয়েছ।
ভূগর্ভস্থ জল দূষিত
মাটি যেখানে রুক্ষ বা পাহাড়ি
যেখানে ভূমিকম্প বা বন্যার প্রবণতা বেশি
লবণাক্ত জল ঢোকার বিপদ রয়েছে।
জনসংখ্যার ঘনত্ব কম।
বিদ্যুতের দাম এবং জলের দাম বাড়ছে।
বৃষ্টির জল নিম্নলিখিত কারণে ব্যবহার করা যায়
পান করা, রান্না করা, স্নান করার জন্য
শৌচালয়ে ব্যবহারের জন্য
কাপড়জামা ধোওয়ার জন্য
সেচের জন্য
পশুপালনের জন্য
উল্লেখযোগ্য উদাহারণ
বৃষ্টির জল সংরক্ষেণর একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তিনি রাজভবনে বৃষ্টির জল সংরক্ষণের জন্য গ্রাহক ও সংশোধক বসান। কলকাতার রাজভবনের বাগানে ও ছাদে বৃষ্টির জল সংরক্ষণ করা হত। সেই জল নলবাহিত হয়ে পরিশ্রুত হওয়ার জন্য একটি চেম্বারে যেত।সৌরশক্তি চালিত সেই চেম্বারে বৃষ্টির জল শোধন করে পরিশ্রুত করা হত।রাজভনের সর্বত্র সেই জল পানীয় বা গৃহকর্মে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছিল। নিজে এ ধরনের রীতি প্রচলন করে মাননীয় রাজ্যপাল গোটা রাজ্যের কাছে বৃষ্টির জল সংরক্ষণের বার্তা দিতে চেয়েছিলেন।
সুত্রঃ PIB,GoI
সর্বশেষ সংশোধন করা : 7/19/2020
0 রেটিং / মূল্যাঙ্কন এবং 0 মন্তব্য
আপনার রেটিং / মূল্যাঙ্কন
তারকাগুলির ওপর ঘোরান এবং তারপর মূল্যাঙ্কন করতে ক্লিক করুন.