অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

শতবর্ষ পেরিয়ে উপমহাদেশের সিনেমা

শতবর্ষ পেরিয়ে উপমহাদেশের সিনেমা

  • অস্কার, ভারতীয় ছবি ও সত্যজিৎ রায়
  • তিন তিন বার মনোনয়ন পেলেও কোনও ভারতীয় ছবি অস্কার জিতে নিতে পারেনি। কিন্তু অস্কার উপেক্ষা করতে পারেনি বিশ্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে।

  • উত্তম-সুচিত্রা এবং তপন-ঋত্বিক-মৃণাল
  • সিনেমায় জুটি কাকে বলে তা প্রথম দেখিয়েছিলেন টালিগঞ্জের উত্তম-সুচিত্রা। আর সত্যজিতের পাশাপাশি আবির্ভাব ঘটেছিল বিরল প্রতিভার এক ঝাঁক বাঙালি চলচ্চিত্রকারের।

  • খান যুগ
  • এর পর এল খান যুগ --- শাহরুখ-আমীর-সলমন।

  • দেশপ্রেম ও সেন্সর বোর্ড
  • শুরুর দিকে ভারতীয় চলচ্চিত্রে দেশপ্রেম বিষয়টি প্রাধান্য পেয়েছিল। মূলত রাজনৈতিক কারণে এল সেন্সর বোর্ডও।

  • বলিউডের আরও নানা কথা
  • বিনোদনমূলক মসালা ছবিই শেষ কথা নয়, বলিউড দিয়েছে আরও নানা ধরনের চলচ্চিত্র, বিরল প্রতিভার চলচ্চিত্রকার এবং অভিনেতা-অভিনেত্রীদের।

  • বলিউডের কিংবদন্তিরা
  • শুরু হয়েছিল রাজ কাপুর আর গুরু দত্তকে দিয়ে। তার পর ভারতীয় সিনেমা একে একে পেল বলিউডের কিংবদন্তিদের।

  • ভারতীয় চলচ্চিত্রে দক্ষিণের ভূমিকা
  • দ্রাবিড় রাজনীতি আর দক্ষিণী সিনেমা যেন এক সুতোয় বাঁধা। কিন্তু সিনেমায় দক্ষিণের অবদান শুধু এতেই সীমাবদ্ধ নয়। বলিউডকে নিয়মিত অভিনেতা-অভিনেত্রী সরবরাহ করে গেছে দক্ষিণ। আমরা পেয়েছি হেমা-রেখা-শ্রীদেবীকে।

  • ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীতের ভূমিকা
  • সংগীত ছাড়া উপমহাদেশের সিনেমা হয় না। এটা শুরুর দিন থেকেই প্রমাণিত। তাই আমরা পেয়েছি বিরল প্রতিভার গীতিকার, সুরকার আর সংগীতশিল্পীদের।

  • রাজেশ খান্না পেরিয়ে অমিতাভ
  • সত্তর দশকের গোড়ার দিকটা ছিল রাজেশ খান্না। তার পর আবির্ভাব ভারতীয় সিনেমার জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চনের।

  • শুরুর কথা
  • ১৯১৩ সালের ৩ মে দাদা সাহেব ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকে-র হাত ধরে উপমহাদেশের চলচ্চিত্র গৌরবোজ্জ্বল যাত্রা শুরু করে।

  • সবাক চলচ্চিত্রের যাত্রা শুরু
  • ১৯৩১ সালের ১৪ মার্চ মুক্তি পায় আরদেশির ইরানি পরিচালিত ‘আলম আরা’, ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র।

  • হলিউডে বলিউড তারকারা
  • ধীরে ধীরে বলিউডের তারকারা ডাক পেয়েছেন হলিউডে। সেখানে তাঁরা তাঁদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate