অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (জন্ম: ৩০ সেপ্টেম্বর ১৯৬২) টলিউডের অত্যন্ত জনপ্রিয় নায়ক। প্রায় তিন দশক ধরে তিনি পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে শীর্ষস্থানে আছেন।

পারিবারিক পরিচয়

প্রসেনজিৎ বিখ্যাত বাংলা এবং হিন্দি ছবির নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়-এর একমাত্র পুত্র। তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায় নিজেও একজন অভিনেত্রী । তার প্রথম স্ত্রী ছিলেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়, পরে তিনি অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন। বর্তমানে অর্পিতা পাল তাঁর স্ত্রী। ত্রিসেনজিৎ তাঁদের এক পুত্র।

চলচ্চিত্র জীবন

প্রসেনজিৎ শিশুশিল্পী হিসাবে প্রথম অভিনয় করেন তাঁর বাবা বিশ্বজিৎ পরিচালিত ১৯৬৮ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি ছোট্ট জিজ্ঞাসাতে। ১৯৮৩ খ্রিস্টাব্দে দুটি পাতা ছবিতে প্রথম নায়ক হিসাবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। ১৯৮৭ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ছবি অমরসঙ্গী তাঁর সব থেকে হিট ছবিগুলির মধ্যে অন্যতম।

প্রসেনজিৎ ১৯৮৯ খ্রিস্টাব্দে ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘আঁধিয়া’ এবং ১৯৯১ খ্রিস্টাব্দে মেহুল কুমারের পরিচালনায় ‘মিত মেরে মন কে’ নামে দু’টি হিন্দি ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেন । কিন্তু কোনও ছবিই সফলতা লাভ করেনি।

প্রসেনজিৎ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উনিশে এপ্রিল, উত্সব, চোখের বালি, দোসর, খেলা এবং দ্য লাস্ট লিয়র ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে দ্য লাস্ট লিয়র ছবিটি ছিল তাঁর অভিনীত একমাত্র ইংরেজি ছবি এবং এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেন। তিনি তপন সিন্‌হা পরিচালিত আতঙ্ক, তরুণ মজুমদার পরিচালিত পথভোলা, বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত স্বপ্নের দিন ছবিতে অভিনয় করেছেন।

পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৭, দোসর।

প্রসেনজিতের অভিনীত কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র

১৯৮০

দুই পৃথিবী

১৯৮১

প্রতিশোধ

১৯৮২

অপরূপা

১৯৮৩

দুটি পাতা

১৯৮৭

স্পম্রাট ও সুন্দরী

১৯৮৭

স্বর্ণময়ের ঠিকানা

১৯৮৭

মন মুখর

১৯৮৭

অমর সঙ্গী

১৯৮৭

দোলন চাঁপা

১৯৮৮

প্রতিপক্ষ

১৯৮৮

ছন্নছাড়া

১৯৮৮

ওরা চারজন

১৯৮৮

ছোট বউ

১৯৮৮

দেবী বরণ

১৯৮৯

আশা ও ভালবাসা

১৯৮৯

বিদায়ে

১৯৮৯

শত্রুপক্ষ

১৯৮৯

আমার তুমি

১৯৮৯

জজসাহেব

১৯৯১

পলাতক

১৯৯১

এক পশলা বৃষ্টি

১৯৯২

রক্তলেখা

১৯৯২

আপন পর

১৯৯২

সুরের ভুবনে

১৯৯২

প্রিয়া

১৯৯২

শয়তান

১৯৯২

অধিকার

১৯৯২

মা

১৯৯২

পুরুসত্যম

১৯৯২

প্রথম দেখা

১৯৯৩

মন মানে না

১৯৯৩

রক্তের সাধ

১৯৯৩

শ্রদ্ধাঞ্জলী

১৯৯৩

ভীরতা

১৯৯৩

সুখের স্বর্গ

১৯৯৩

পৃথিবীর শেষ স্টেশন

১৯৯৩

ঘর সংসার

১৯৯৪

প্রত্যাঘাত

১৯৯৪

অজানা পথ

১৯৯৪

রক্তনদীর ধারা

১৯৯৪

কালপুরুষ

১৯৯৫

সংঘর্ষ

১৯৯৫

মোহিনী

১৯৯৫

শেষ প্রতিক্ষা

১৯৯৬

উনিশে এপ্রিল

১৯৯৬

বিয়ের ফুল

১৯৯৬

সখী তুমি কার

১৯৯৭

মায়ার বাঁধন

১৯৯৭

সপ্তমী

১৯৯৭

তোমাকে চাই

১৯৯৭

মাটির মানুষ

১৯৯৮

বাবা কেন চাকর

১৯৯৮

সাগর বন্যা

১৯৯৮

রণক্ষেত্র

২০০০

শ্বশুরবাড়ি জিন্দাবাদ

২০০০

ভালবাসার ছোঁয়া

২০০০

মহাকাল

২০০১

উৎসব

২০০১

প্রেম প্রতিজ্ঞা

২০০১

জবাব চাই

২০০১

হাতিয়ার

২০০১

জামাইবাবু জিন্দাবাদ

২০০২

সোনার সংসার

২০০৩

সবুজ সাথী

২০০৩

চোখের বালি

২০০৪

রাম-লক্ষণ

২০০৪

শুধু তুমি

২০০৪

স্বপ্নের দিন

২০০৫

রাজমহল

২০০৬

দোসর

২০০৮

গোলমাল

২০০৮

খেলা

২০০৮

মি. ফান্টুস

২০০৯

আমি যাসিন আর আমার মধুবালা

২০০৯

সব চরিত্র কাল্পনিক

২০০৯

হাউসফুল

২০১০

অটোগ্রাফ

২০১০

মনের মানুষ

২০১১

বাইশে শ্রাবণ

২০১২

প্রেম বিভ্রাট

২০১২

অপরাজিতা তুমি

২০১২

হুরুমতাল

২০১২

আমি ইয়াসিন ও আমার মধুবালা

২০১২

বিক্রম সিংহ : দ্য লায়ন ইজ ব্যাক

২০১২

সাংহাই

২০১৩

মাদ্রাজ ক্যাফে

২০১৩

হনুমান ডট কম

২০১৩

মিশর রহস্য(কাকাবাবু)

২০১৪

জাতিস্মর

২০১৪

লড়াই

সূত্র: উইকিপিডিয়া

সর্বশেষ সংশোধন করা : 1/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate