অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকারদের কথা

পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকারদের কথা

  • অজয় কর
  • বাংলা ছবির তথাকথিত ‘স্বর্ণযুগ’ যাঁরা নির্মাণ করেছিলেন তাঁদের অন্যতম অজয় কর।

  • ঋতুপর্ণ ঘোষ
  • সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক পরবর্তী বাংলা সিনেমার নতুন এক ধারা তৈরি করেছিলেন ঋতুপর্ণ।

  • ঋত্বিক কুমার ঘটকের কিছু অজানা কথা
  • নাগরিকের ছয় বছর পর ১৯৫৭ তৈরি হয় ঋত্বিকের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘অযান্ত্রিক’, যা মুক্তি পায় ১৯৫৮ সালে।

  • ঋত্বিক ঘটক
  • ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তিনি যেমন প্রশংসিত ছিলেন; ঠিক তেমনি বিতর্কিত ভূমিকাও রাখেন।

  • কমলেশ্বর মুখোপাধ্যায়
  • তাঁর তৃতীয় ছবি ‘চাঁদের পাহাড়’ বক্স অফিসে দারুন সাড়া ফেলে দিয়েছিল।

  • গৌতম ঘোষ
  • তাঁর পরিচালিত দখল, পার, অন্তর্জলী যাত্রা, পদ্মা নদীর মাঝি, গুড়িয়া, দেখা, মনের মানুষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।

  • তপন সিংহ
  • চতুর্থ ছবি 'কাবুলিওয়ালা' থেকে সর্বভারতীয় খ্যাতি।

  • তরুণ মজুমদার
  • তিনি নিয়মিত ভাবে বক্স অফিস হিট ছবি নির্মাণ করে চলেছেন।

  • বিমল রায়
  • তাঁর দো বিঘা জমিন (১৯৫৩) কান, কার্লোভিভেরি এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার লাভ করেছিল।

  • বুদ্ধদেব দাশগুপ্ত
  • বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণে তাঁকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করেছিলেন সত্যজিৎ রায়। 

  • মৃণাল সেন
  • তৃতীয় ছবি ‘বাইশে শ্রাবণ’ থেকে তিনি আর্ন্তজাতিক পরিচিতি পান।

  • রাজেন তরফদার
  • ‘গঙ্গা’ চলচ্চিত্রটি ১৯৬১ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় স্থান পেয়েছিল।

  • সত্যজিৎ রায়
  • পথের পাঁচালীর সাফল্যের পর সত্যজিৎকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

  • সন্দীপ রায়
  • তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেন শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে সহকারী পরিচালক হিসেবে।

  • সৃজিত মুখোপাধ্যায়
  • তাঁর নির্মিত প্রথম ছবি অটোগ্রাফ-এই সাড়া জাগান সৃজিত।

  • হীরালাল সেন
  • ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের এক জন বলে গণ্য করা হয় হীরালালকে।

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate