অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

-৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাত্রীদের ঠেলায় এগোলো বিমান

-৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাত্রীদের ঠেলায় এগোলো বিমান

ধূ ধূ বরফে ঢাকা রান ওয়ে | মাইনাস ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিদ্রোহ ঘোষণা করছে শরীরের শেষ জীবনীবিন্দু | তারমধ্যেই সব শক্তি দিয়ে আস্ত উড়োজাহাজ ঠেলছেন যাত্রীরা | যাতে বরফে গেঁথে যাওয়া অবস্থা থেকে নড়ানো যায় তাকে | এবং সত্যি সত্যি অসাধ্যসাধন করে দেখালেন তাঁরা | এই ঘটনা রাশিয়ার সাইবেরিয়ার ইগারকা বিমানবন্দরের |

রাশিয়ার রাজধানী মস্কো থেকে ২৮০০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত ইগারকা শহর | সেখান থেকে যাত্রা শুরু করে ওই উড়ানের যাওয়ার কথা ছিল সাইবেরিয়ান শহর ক্রাসনোইয়াস্কে | উড়ানে ছিলেন ৭৪ জন যাত্রী ||

কিন্তু উড়ান যে নড়তেই চায় না | শেষে দেখা গেল বিমানের chassis ঠান্ডায় জমে গেছে | ২৪ ঘণ্টা বরফ ঢাকা রান ওয়েতে খোলা পড়ে থাকায় এবং বিমানের আগের উড়ানের পাইলট parking brake, take off করতে ভুলে যাওয়ায় এই বিপত্তি দেখা দেয় ||

এই অবস্থায় বিমানকে সরাতে দরকার tow truck | কিন্তু তার দেখা নেই | উপায়ান্তর না দেখে যাত্রীরা নেমে হাত লাগালেন | সবার শক্তি আর মনের অদম্য ইচ্ছার কাছে হার মানল প্রকৃতি | নট নড়ন চড়ন থেকে এক চুল এগোলো বিমান | তারপর এসে গেল tow truck | শেষে নিরাপদে গন্তব্যে পৌঁছয় বিমানটি ||

সাইবেরিয়ান পরিবহণ বিভাগ জানিয়েছে এই ঘটনার তদন্ত করে দেখা হবে | এর আগে ২০১২-এ সাইবেরিয়ায় বিমান দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি হয় | কারণ সে বার বিমানের ডানা বরফমুক্ত করা হয়নি |

সুত্রঃ banglalive.com

সর্বশেষ সংশোধন করা : 2/14/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate