অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ভিএলই কর্নার

এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে গ্রাম স্তরের উদ্যোগপতিদের জন্য। গ্রাম স্তরের উদ্যোগপতিরা যাতে নিজেদের মধ্যে জ্ঞান আদানপ্রদান করতে পারেন তার জন্যই এই মঞ্চ তৈরি করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হল দেশের গ্রাম স্তরের সমস্ত উদ্যোগপতি এক জায়গায় একত্র হয়ে অভিজ্ঞতা আদানপ্রদান করবেন এবং সাফল্যের কাহিনি একে অপরকে শোনাবেন। এবং সেই সাফল্যের কাহিনি থেকে অন্যরা কাজের রসদ সংগ্রহ করবেন। অভিজ্ঞতা আদান-প্রদানের পাশাপাশি এই প্ল্যাটফর্ম গ্রামস্তরের উদ্যোগপতিদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে তাঁদের নিয়মিত প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করে সহায়তা করে।

ভিএলই বাজার কি

ভিএলই বাজার ভারতে গ্রামীণ বাজার পণ্য প্রচার করতে একটি ই-কমার্স সার্ভিসের প্ল্যাটফর্ম। সিএসসি এসপিভি একটি উদ্যোগ, যা হস্তনির্মিত বা স্থানীয় পণ্য বিক্রি করে, ভিএলই-রা তাদের নিজস্ব ব্র্যান্ডের তৈরি করতে সক্ষম হবে। ভি এল ই রা তাদের পণ্য ই-কমার্স সার্ভিসের প্ল্যাটফর্মে বিক্রি উদেশ্যে প্রদর্শনীর জন্য রাখতে পারবেন যা সারা ভারতে পরিকল্পিত দুই লক্ষ পঞ্চাশ হাজার সিএসসি -র মাধ্যমে ব্যবসা করতে পারবে । ই-কমার্স সার্ভিস যা সাহায্য করবে সি এস সি তে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে ও রাজস্ব উৎপাদন বাড়াতে সাহায্য করবে । সি এস সি ও বিভিন্ন কুরিয়ার কোম্পানি গুলির সাথে টাইআপ করে পণ্য বস্তুগুলি সহজে ও সময় মত সরবরাহ করতে সাহায্য করবে ।

ভিএলই বাজার ক্যাটালগ

ভিএলই বাজার ক্যাটালগে রয়েছে বিভিন্ন ধরণের আঞ্চলিক ও স্থানীয় পণ্যের বিপুল সম্ভার।

 

  • মধুবাণীর চিত্রাংকন
  • আগ্রার জুতা
  • কাংড়া চিত্রকলা
  • জম্মু ও কাশ্মীর থেকে জাফরান
  • রাজস্থানের হস্তশিল্প
  • পশ্চিমবঙ্গের পাটজাত দ্রব্য
  • নাগাল্যান্ড থেকে শাল এবং আরো অনেক কিছু ।

কিভাবে একজন ভিএলই একটি বিক্রেতা এবং ক্রেতা হিসেবে উপকৃত হতে পারেন

ভিএলই বিক্রেতা হিসেবেভিএলই বিক্রেতা হিসেবে
  • ভিএলই তার নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারেন
  • সিএসসি এসপিভি, ইকমার্স পোর্টাল জন্য ভিএল-র কাছ থেকে প্রতিটি পণ্যের বিক্রয়ের উপর কমিশন চার্জ করবে ।
  • পোর্টালে একবারই রেজিস্ট্রেশন
  • ভিএলই আঞ্চলিক পণ্য বিক্রি করে আয় করতে পারেন
  • কারেন্ট অ্যাকাউন্ট নম্বর
  • সিএসসি কমিশন পণ্য ও অবস্থান ইত্যাদি অনুযায়ী ভিন্ন হতে পারে।
  • টিআইএন / সিএসটি নিবন্ধন লাগবে না।
  • এই পোর্টালের রেজিস্ট্রেশনের জন্য ভিএলই-কে ফি বাবদ ১000 টাকা প্রদান করতে হবে (বিনামূল্যে রেজিস্ট্রেশন শুধুমাত্র সীমিত সময়ের জন্য) ।
  • কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না
  • পণ্য দ্রব্য সরবরাহের দুই দিনের মধ্যে ভিএলই র কারেন্ট অ্যাকাউন্টে কমিশন জমা হবে।
  • সিএসসি প্রত্যেক ভিএলই-র সঙ্গে সফল লেনদেনে পণ্যের মোট মূল্যের ৫% ভাগ করবে।
  • ভিএলই-রা পণ্য সরবরাহের ক্ষেত্রে স্ত্যান্ডার জিনিষ ব্যবহার করবেন।
  • ভিএলই-কে তাঁর প্রাপ্য কমিশনের জন্য চালান (Invoice)দাখিল করতে হবে ।

ভিএলই বাজারে কিভাবে রেজিস্টার করবে

রেজিস্ট্রেশন জন্য, ভিএলই-কে নিম্নলিখিত বিবরণ পাঠাতে এই ই-মেইলে ecommerce@csc.gov.in ।

  • OMT আইডি
  • নাম
  • ঠিকানা
  • মোবাইল নাম্বার
  • ই-মেইল আইডি
  • টিআইএন নম্বর (আবশ্যিক)
  • কি পণ্য বিক্রি করতে চান
  • দামের পরিসীমা (পণ্য ভিত্তিক)(কুরিয়ার চার্জ ও ভ্যাট ছাড়া)
  • সাদা পটভূমিতে পণ্যের নমুনা চিত্র।

আরও সহায়তার জন্য, যোগাযোগ করুন হেল্পলাইন নং: ০১১-৪৯৭৫৪৯৪০

ডিসকাউন্ট অফার

  • চেকআউট করার সময় কুপন কোড "সিএসসি স্টার ভিএলই" বা "CSC STAR VLE" ব্যবহার করুন
  • ছাড়ের সীমাঃ সীমিত সময়ের অফার জন্য
  • ডিসকাউন্ট মূল্য: ৫% (কমিশনের ৫% থেকে অতিরিক্ত)
  • সর্বোচ্চ ছাড় পরিমাণ(টাকায়): ২৫০ টাকা
  • অন্যান্য ছাড় বা প্রচার বৈধ নয়.

সূত্র: ভিএলই বাজার

ভিএলই কর্নার সর্ম্পকে বিস্তারিত তথ্যের জন্য http://services.indg.in/vlecorner/main.php-তে ক্লিক করুন

সর্বশেষ সংশোধন করা : 5/11/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate